আগামী ১১ অক্টোবর শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে সরকার রপ্তানির অনুমোদন দেওয়ার পর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে, যার প্রথম চালানে গেল ২৩ দশমিক ১৫ মেট্রিক টন।
বেনাপোল স্থলবন্দর দিয়ে বুধবার বিকালে ইলিশের এই চালান ভারত পৌঁছেছে।
বেনাপোল স্থলবন্দর মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আসওয়াদুল আলম।
তিনি জানান, ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে গত ২০ সেপ্টেম্বর দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার।
এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ৫২টি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে ৪০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: