ইউনিফর্মের বিষয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে নির্দেশ শিক্ষামন্ত্রীর

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৬

ছবি : সংগৃহীত

স্কুলের ইউনিফর্মের বিষয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষার্থীর ইউনিফর্ম মাপমতো নেই। এছাড়া বর্তমানে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে। এমন পরিস্থিতিতে যদি শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো পোশাক পরে স্কুলে আসেন, তাহলে বাধা দেওয়ার দরকার নেই। তাদের ইউনিফর্ম নিয়ে চাপ দেওয়ার দরকার নেই।

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়ে আজ থেকে। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারের দেওয়া নির্দেশনা মেনে পাঠদান চলছে কিনা তা নিয়মিত মনিটরিং করা হবে। যদি তা না হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পেতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ ঘোষণার প্রায় দেড় বছর পর রোববার (১২ সেপ্টেম্বর) খুলেছে দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান।



আপনার মূল্যবান মতামত দিন: