রাত আট টার মধ্যে সব দোকানপাট বন্ধ করতে হবে: তাপস

সময় ট্রিবিউন | ২৫ মার্চ ২০২১, ০১:০৮

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে আশংকাজনক হারে। এমতাবস্থায় রাত ৮টার মধ্যে সকল দোকানপাট এবং ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার(২৪ মার্চ) দুপুরে রাজধানীর গোপীবাগের বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীর কাছে নিবেদন করব, যেহেতু আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং রাত ৮টার মধ্যে অবশ্যই সকল দোকানপাট, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।”

এ বিষয়ে ডিএসসিসি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে জানান মেয়র তাপস। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, বিভিন্ন ওয়ার্ডের সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনুর আলম, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, মো. খায়রুল বাকের প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: