বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ, ১৩ ভারতীয় জেলে আটক

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণকালে একটি ট্রলারসহ ১৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ আগস্ট) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ট্রলার ‌‌‘এফ বি মা-বাবার আশির্বাদ-১২’ আটক করা হয়। সেই সঙ্গে ১৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মোংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। সেই সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: