বিএনপিকে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৮

ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের রাজনীতি পরিহার করে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্রাবের অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, সরকার শিগগিরই কিছু ভূঁইফোড় অনলাইন নিউজ পোর্টলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

মন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে আমি অভিনন্দন জানাই। বিএনপি যে এতোদিন ধরে অপরাজনীতি জঙ্গি আশ্রয়ে রাজনীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি করে আসছিল আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা থাকবে সে ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসবে।

তিনি আরো বলেন, কিছু আইপি টিভির আমরা রেজিস্ট্রেশন দিবো। দেওয়ার পর যারা নীতিমালার ব্যত্যয় ঘটাবে, তাদেরগুলো বন্ধ করে দেওয়া হবে। কারণ এভাবে ব্যাঙের ছাতার মতো আইপি টিভি আর একটা ক্যামেরা নিয়ে ডোমিন খুলে আইপিটিভি চালু করা সমাজে করতে দিতে পারি না, রাষ্ট্রে করতে দিতে পারি না।


আপনার মূল্যবান মতামত দিন: