রোহিঙ্গাদের জন্য প্রায় ১২ কোটি টাকা অনুদান দিল ফ্রান্স

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ২২:২৮

ছবি : ইন্টারনেট

কক্সবাজারে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ১১ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার টাকা অনুদান দিয়েছে ফ্রান্স সরকার। এই কার্যক্রম বাস্তবায়ন করবে ডব্লিউএফপি।

সোমবার সকালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই অনুদানের ফলে ইলেকট্রনিক ভাউচারের মাধ্যমে ৩৩০০ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিতে পারবে ডব্লিউএফপি, এর ফলে তারা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ডব্লিউএফপির দোকানগুলো থেকে খাবার কিনতে পারবে।

পাশাপাশি, এই অনুদানের ফলে ৫ বছরের কম বয়সী মাঝারি মাত্রায় অপুষ্টির শিকার ১৬ হাজার রোহিঙ্গা শিশুকে চিকিৎসা দেওয়া যাবে।

ডব্লিউএফপির দোকানগুলোতে প্রধান খাদ্য- যেমন চাল, উচ্চ পুষ্টিসমৃদ্ধ রান্নার তেল, ডিম ও ডালের পাশাপাশি তাজা ফল ও শাকসবজি পাওয়া যায়, যা সরাসরি কক্সবাজার থেকে কেনা হয়।

ডব্লিউএফপির খুচরা বিক্রির দোকানগুলোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে প্রতি মাসে প্রায় ৯৩ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা যুক্ত হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: