মমেক থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ১৭:০২

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মিলন হল থেকে ইন্টার্ন চিকিৎসক চৌধুরী আরেফিনের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মিলন হলের ২০৭ নাম্বার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) নাইট ডিউটি শেষে সকালে মিলন হলের ওই কক্ষে এসে দরজা ভেতর থেকে আটকে ঘুমান আরেফিন। এরপর সারাদিন রুমের দরজা না খোলায় এবং কোনো সাড়া-শব্দ না পাওয়ায় অন্যদের সন্দেহ হয়।

শাহ কামাল আকন্দ আরো বলেন, খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সেখানে যায়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় বিছানায় তার মরদেহ পড়ে আছে। এ সময় তার পাশে ঘুমের ইনজেকশন ও বেশ কিছু সিগারেটও পাওয়া যায়। তিনি নিয়মিত ঘুমের ওষুধ গ্রহণ করতেন বলে জানা গেছে।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চৌধুরী আরেফিন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চৌধুরী মোস্তফা আলীর ছেলে। তিনি যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে চলতি বছরের মার্চ মাস থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: