বরিশালে ইউএনও-পুলিশের করা মামলায় ১২ জনের জামিন

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ০০:৫৩

ছবি : ইন্টারনেট

গত ১৮ আগস্ট রাতে ব‌রিশা‌ল সদর উপজেলা কম্পাউন্ডে হামলা, সংঘর্ষ ও গুলিবিদ্ধের ঘটনায় ইউএনও-পুলিশের দায়ের করা মামলায় ১২ জন জামিন পেয়েছেন। এরমধ্যে পুলিশের দায়ের করা মামলায় ৯ জন এবং ইউএনও'র মামলায় ৩ জন রয়েছেন।

বুধবার (২৫ আগস্ট) দুপুর ১ টার দিকে বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাছুম বিল্লাহ এ জামিন আদেশ দেন।

জানা যায়, গত ১৮ আগস্ট রাতে ঘটনায় সদর ইউএনও এবং পুলিশের দায়ের করা দুই মামলায় গ্রেফতারকৃত ২১ আসামির পক্ষের আইনজীবী আর্শিব উদ্দীন শাওন জামিনের আবেদন করেন।

পরে আদালতের বিচারক মাছুম বিল্লাহ শুনানি শেষে দুপুর দেড়টায় পুলিশের করা মামলায় ৯ জন ও  ইউএনওর করা মামলায় ৩ জন সহ মোট ১২ জন আসামিকে জামিন দেন।

বুধবার বিকালে জামিনের বিষয়টি  নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড তালুকদার মো. ইউনুস।

উল্লেখ, ১৮ আগস্ট রাতে ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় বিসিসি'র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ , বিসিসির কাউন্সিলর সাইদ আহম্মদ মান্নাসহ ৬০২ জনকে আসামি করা হয়। এ দুই মামলায় বরিশাল থেকে ২১ জন ও ঢাকা থেকে বিসিসির কাউন্সিলর সাইদ আহম্মদ মান্নাসহ ২২ জনকে গ্রেফতার করা হয়। 

 



আপনার মূল্যবান মতামত দিন: