‘বঙ্গবন্ধু: দ্য ফাদার অব দ্য ন্যাশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সময় ট্রিবিউন | ১৫ এপ্রিল ২০২১, ২০:১৯

ফাইল ছবি

সম্প্রতি বইমেলা প্রাঙ্গণে বিশিষ্ট লেখিকা, সমাজসেবিকা ও শিক্ষাবিদ প্রফেসর কামরুন নাহার পলিন সম্পাদিত ‘বঙ্গবন্ধু: দ্য ফাদার অব দ্য ন্যাশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গ্রন্থটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাসহ বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত লেখকদের বিশ্লেষণধর্মী লেখা স্থান পেয়েছে।

বইটির মোড়ক উন্মোচন করেন জাতিসত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা ও জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি আসলাম সানী।

কবি মুহাম্মদ নুরুল হুদা বলেন, বাংলা সাহিত্যে বইটি মাইলফলক হয়ে থাকবে। বঙ্গবন্ধুকে নিয়ে এ রকম গ্রন্থ আগে প্রকাশিত হয়নি।

 

জনপ্রিয় ছড়াকার ও কবি আসলাম সানি বলেন, বইটির জন্য দিনরাত পরিশ্রম করেছেন প্রফেসর কামরুন নাহার পলিন। তাঁর সুনির্বাচিত সম্পাদনায় এটি পরিণত হয়েছে অমূল্য সম্পদে।

প্রফেসর কামরুন নাহার পলিন বাংলাদেশের একজন সুপরিচিত লেখিকা। লেখালেখির পাশাপাশি তিনি দীর্ঘদিন অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। তিনি সমাজসেবামূলক নানা কাজের মাধ্যমে সবসময়ই মানুষের পাশে দাঁড়ান। এছাড়া তিনি বাংলাদেশের কিংবদন্তি উদ্যোক্তা ও আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী।



আপনার মূল্যবান মতামত দিন: