বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতরা একই সূত্রে গাঁথা।’
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উদ্যোগে রক্তাক্ত ও ভয়াল-বিভীষিকাময় ২১ আগস্ট স্বরণে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদের বিপরীতে একটি আলোর মশাল’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র নষ্ট এবং বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ৭১ এর পরাজিত শক্তিরা ২০০৪ সালে ২১ আগষ্ট হামলা চালিয়েছে। ঐ বিরোধী শক্তিটি ১৫ ও ২১ আগস্ট হামলার পাশাপাশি ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও ৩নভেম্বর জাতীয় চার নেতা হত্যার সাথে জড়িত। আর এগুলোর পরিকল্পনাকারী ছিলেন ঐ একই পরিবার (জিয়া পরিবারকে উদ্দেশ্যে করে)।’
আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুননাহার চাঁপা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টা মো. মাসুদুর রহমান
এছাড়াও সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান। সভায় দেশের ৪৭টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম আলোচনা সভার সঞ্চালনা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: