পবিত্র আশুরার তাৎপর্য ও শিক্ষা

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ০৭:০১

হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। ইসলামী পরিভাষায় মহররমের ১০ তারিখকে আশুরা বলে।  এটি  একটি ঐতিহাসিক দিবস। শুধু ঐতিহাসিক বললেই যথেষ্ট হবে না; বরং ইসলামের ইতিহাসে যতগুলো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিবস আছে তার মধ্যে আশুরা হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী এবং অতি স্মরণীয় ও বরণীয় দিবস।

সৃষ্টির পর থেকে আশুরার দিনে অনেক তাৎপর্যমন্ডিত ঘটনা ঘটেছে বিধায় এই দিনের মর্যাদা ও মাহাত্ম্য অনেক। আল্লাহ রব্বুল আলামিন যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ ও যাবতীয় জীবের আত্মা সৃজন করেন, সেই দিনটি ছিল ১০ মহররম তথা পবিত্র আশুরা দিবস। আবার এ দিনেরই কোনো এক জুমার দিন হজরত ইসরাফিল (আ.)-এর শিঙ্গার ফুৎকারে মহাবিশ্ব ধ্বংস হবে; নেমে আসবে মহাপ্রলয় কিয়ামত।

আরও নানা কারণে ১০ মহররমের বিশেষ তাৎপর্য রায়ছে। এ তারিখে মহান আল্লাহতায়ালা অনেকগুলো গুরুত্বপূর্ণ ও বড় বড় ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে দশটি ঘটনা খুবই প্রণিধানযোগ্য। এ দশটি ঘটনার মধ্যে দু’চারটির উদ্ধৃতি এভাবে দেয়া যায়। যেমন এ তারিখে হযরত আদম (আ.)-এর তওবা কবুল হয়েছিল। এ তারিখে হযরত ইউনুস (আ.) কে আল্লাহ তায়ালা মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। এ দিনেই হযরত আইয়ুব (আ.)কে আল্লাহ তায়ালা কুষ্ঠ রোগ থেকে পরিত্রাণ দিয়েছিলেন। এদিনে হযরত নূহ (আ.) আল্লাহ পাকের নির্দেশে মহাপ্লাবন নামক গজব থেকে বাঁচার জন্য কিশ্তিতে আরোহণ করেছিলেন। এই দিনেই হযরত ইবরাহীম (আ.) নমরূদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। এমনিভাবে খুবই উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ দশটি ঘটনা এদিন ঘটেছিল বলেই এ দিবসটির নামকরণ আশুরা করা হয়েছে। 

এ দিনটা মুসলমানদের জন্য আরও স্মরণীয় ও গুরুত্বের দাবী রাখে কারবালার মর্মস্পর্শী ও হৃদয়বিদারক করুণ ঘটনার কারণে। কারবালার প্রান্তরে এদিন নির্মমতার শিকার হয়েছিলেন সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা:) এর দৌহিত্র এবং হযরত আলী ও বিবি ফাতেমার আদরের সন্তান হযরত হোসাইন (রা.)। ৬৮০ খ্রিস্টাব্দে হিজরি ৬১ সালের ১০ মহররম ইমাম হোসাইন (রা.) সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেন। কারবালার প্রান্তরে হজরত হোসাইন (রা.) নিজের প্রাণ বিসর্জন দিয়ে অন্যায়ের সঙ্গে আপস না করার যে শিক্ষা দিয়ে গেছেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এ আত্মত্যাগ বিশ্বের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।



আপনার মূল্যবান মতামত দিন: