একদিনে হাসপাতালে ৩২৯ ডেঙ্গু রোগী

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ০০:৩৬

ছবি : ইন্টারনেট

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে আরও ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ২৬ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৪ জন মারা গেছেন।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে ২৩ জন ঢাকার বাইরে এবং বাকি ৩০৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৬৫০ জনে। তাদের মধ্যে ৩৫৩ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, চলতি আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৯২ জনে। এর আগে, জুলাই মাসে ২২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১১৪ জন এবং ঢাকার বাইরে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: