লকডাউনে শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার বন্ধ

সময় ট্রিবিউন | ১৪ এপ্রিল ২০২১, ২০:২০

সরকার ঘোষিত লকডাউনে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটের বর্তমান অবস্থা-ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাট কর্তৃপক্ষ সব ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেছে।

বুধবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকেই এ বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে বিআইডব্লিউটিএ ও পুলিশ।

বিআইডব্লিউটিসি শিমুলিয়ার ঘাটে এজিএম শফিকুল ইসলাম জানিয়েছেন, শিমুলিয়া-বাংলাবাজারের ফেরি বহরের ১৬ ফেরির মধ্য চলমান রয়েছে সচল ১৪টি ফেরি। এছাড়া নৌরুটটিতে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আটকেপড়া পণ্যবাহী ট্রাক পারাপার করার পর ফেরি বন্ধ করে দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: