লকডাউনে ব্যাংক চলবে ১টা পর্যন্ত, শাখা খোলা থাকবে সপ্তাহে ৩ দিন

সময় ট্রিবিউন | ১৪ এপ্রিল ২০২১, ০৫:২৮

ফাইল ছবি

আগামীকাল ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নেয়া সিদ্ধান্তে জানানো হয়, ব্যাংক খোলা রাখা যাবে দুপুর আড়াইটা পর্যন্ত।

ব্যাংক খোলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। আর সিটি করপোরেশন এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে। এ ছাড়া প্রধান শাখাসহ বৈদেশিক মুদ্রায় অনুমোদিত ডিলার শাখা খোলা রাখতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: