ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত ১৭ পল্লী উদ্যোক্তার মাঝে লাখ টাকা প্রণোদনা

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ০৬:০৮

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ঋণ বিতরণ অনুষ্ঠানে ১৭ জন উদ্যোক্তাকে ১ লাখ টাকা করে প্রণোদনা দেয়া হয়।

জেলা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. লিয়াকত আলী, বিজয়নগর উপজেলা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো ফারুক-ই-আজম ও মাজহারুল হক।

ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, বর্তমান সরকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। সরকার বিআরডিবির মাধ্যমে গরীব মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করছে। করোনাকালে পল্লী উদ্যোক্তা যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের স্বল্প সুদে প্রণোদনা দিচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: