‘করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও বিধিনিষেধ দেয়া হবে’

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ০১:১৩

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের শিথিলের পর পরিস্থিতির অবনতি হলে সরকার আবারও বিধিনিষেধ দিতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নেই। সংক্রমণ পাঁচ শতাংশের নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। পরিস্থিতির খুব অবনতি হলে সরকার আবারও বিধিনিষেধ দিতে পারে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, আগেই বলা হয়েছিল ধাপে ধাপে সব খোলা হবে। সে অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, সংক্রমণ যেন না বাড়ে সেজন্য স্বাস্থ্যবিধির উপর বেশি গুরুত্ব দিচ্ছি। অবশ্যই মাস্ক পড়ে সবাই কাজ করবে। সংক্রামক আইন অনুযায়ী কেউ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: