সংস্কৃতি প্রতিমন্ত্রীর নিজ উদ্যোগে ৪ হাজারের অধিক রোগীদের অক্সিজেন সেবা

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ০৫:২১

ছবিঃ সংগৃহীত

করোনা মহামারি মোকাবিলা করতে গিয়ে হাসপাতালগুলো যখন অক্সিজেন-সংকটে ভুগছে, তখন করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত চার হাজার ২৩৯টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

শনিবার (৭ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তথ্য অফিসার ফয়সল হাসান। 

তিনি বলেন, রোববার মমেক হাসপাতালে সরবরাহের জন্যও আজ অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।  


আপনার মূল্যবান মতামত দিন: