কঠোর বিধিনিষেধের মধ্যে গত রোববার থেকে পোশাক কারখানা খুলে দেওয়ার ঘোষণা দেয়ার পর থেকে দুই দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৮২ হাজার ৭৯৭টি গাড়ি পারাপার করেছে। দুই দিন সেতুতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৬৭০ টাকা।
সাধারণত দুই ঈদ ছাড়া এত বিপুলসংখ্যক যানবাহন পারাপারের রেকর্ড নেই।
জানা গেছে, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ৮৫৭টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৩৬০ টাকা। এর মধ্যে সেতুর পশ্চিম প্রান্ত থেকে ২৭ হাজার ৯৮৯টি গাড়ি টাঙ্গাইলের দিকে গেছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩৪০ টাকা। পূর্বপ্রান্ত থেকে ১৬ হাজার ৮৬৮টি গাড়ি সিরাজগঞ্জের দিকে গেছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২ লাখ ২০ হাজার ২০ টাকা।
রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৭ হাজার ৯৪০টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের দিকে গেছে ১৭ হাজার ৩৪৪টি গাড়ি। টোল আদায় হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা। আর সিরাজগঞ্জের দিকে গেছে ২০ হাজার ৫৯৬টি গাড়ি। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর বলেন, ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা চালুর ঘোষণা দেওয়া হয়। এতে শ্রমিকেরা বাস-ট্রাকসহ বিভিন্ন গাড়িতে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। এতে গত দুই দিন স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি গাড়ি সেতু পারাপার করে।
আপনার মূল্যবান মতামত দিন: