ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে ১০টি কনটেইনারে দেশে চতুর্থ চালানে এলো আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)।
রোববার (০১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে অক্সিজেন চালানটি ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন দুপুর আড়াইটায় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আজকে আরও ২০০ টন অক্সিজেন বাংলাদেশে পৌঁছে গেছে। এখন প্রতি একদিন অন্তর অক্সিজেন আসছে।'
এর আগে গত ২৫ জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশে পৌঁছায়। এরপর ২৮ জুলাই এবং ৩০ জুলাই দ্বিতীয় ও তৃতীয় চালানে আরও ২০০ টন করে তরল মেডিকেল অক্সিজেন দেশে আসে। এ নিয়ে চার চালানে মোট ৮০০ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে পৌঁছাল।
আপনার মূল্যবান মতামত দিন: