মহামারির মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে: মেয়র আতিক

সময় ট্রিবিউন | ১ আগষ্ট ২০২১, ২৩:২৬

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারির মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় ‘চ্যালেঞ্জ তৈরি হয়েছে’ বলে মন্তব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, নির্মাণাধীন বাসাবাড়ি এবং বহুতল ভবনে এইডিসের মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে। সে কারণে এসব দিকে বেশি নজর দেয়া হচ্ছে।

রোববার উত্তরা এলাকায় প্রচার চালাতে গিয়ে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি হুঁশিয়ার করেছেন, আমাদেরকে বাধ্য করবেন না সাইটে গিয়ে জেল-জরিমানা করতে। যখন আমরা গিয়ে লার্ভা পাব, অবশ্যই আমাদের ম্যাজিস্ট্রেটরা তাদের আইনের আওতায় আনবেন।

মেয়র আতিক বলেন, মহামারির মধ্যেই আমরা ডেঙ্গুর চ্যালেঞ্জের মুখে পড়েছি। এই চ্যালেঞ্জে আমরা খুব খারাপ একটা অবস্থায় আছি।

তিনি বলেন, যারা কনস্ট্রাকশন করছেন, এটা ডেভেলপার হোক আর ব্যক্তিপর্যায়ে হোক, আপনারা মেহেরবানি করে, বিনয়ের সাথে বলছি, রিহ্যাবের সদস্যরা মিটিং করুন, সদস্যদের সাথে বসুন, তাদের বলুন, সবচেয়ে বেশি লার্ভা পাওয়া যাচ্ছে কনস্ট্রাকশন সাইটে। এর প্রতিকারে আপনারা এগিয়ে আসুন।

উল্লেখ্য, এ বছর এ পর্যন্ত দেশে মোট দুই হাজার ৬৫৮ জন ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৪৭ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।



আপনার মূল্যবান মতামত দিন: