জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠানে র্যাবের টহল থাকবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।
আজ (রোববার) সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৯৭৫ সালের এ মাসে বাঙালি হারায় হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ২০০৪ সালের এ মাসেই গ্রেনেড হামলা করে জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এ শোকের মাসে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে আওয়ামীলীগ।এ সব অনুষ্ঠান কর্মসূচিতে যেন কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সকলের নিরাপত্তার এ সিদ্ধান্ত দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
আপনার মূল্যবান মতামত দিন: