বিধিনিষেধ বাড়বে কি না জানা যাবে ৩ আগস্টের মধ্যে

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ২২:৩৪

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন-ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের দেয়া চলমান কঠোর বিধিনিষেধ আরও বাড়ানো হবে কি না তা আগামী ৩ আগস্টের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব আছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাড়াতে বলা হয়েছে। তাই পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিকল্প কী হতে পারে, সেসব নিয়েও সরকারের মধ্যে আলোচনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্টের মধ্যে তা জানানোর চেষ্টা করা হবে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।


আপনার মূল্যবান মতামত দিন: