লকডাউনের অষ্টম দিনে গ্রেপ্তার ৩৮১

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ০৫:৩২

ছবিঃ সংগৃহীত

মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণে ঈদের ছুটির পর শুরু হওয়া লকডাউনের অষ্টম দিনে 'অপ্রয়োজনে' বের হওয়ার অভিযোগে ঢাকায় ৩৮১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। ছুটির দিন হওয়ায় বিধিনিষেধের তোয়াক্কা না করে অনেকেই রাস্তায় বের হন। শেষমেশ তার মাসুল দিতে হলো জেল-জরিমানার মাধ্যমে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৩৮১জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ১০৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৬৯ হাজার ৯৪০ টাকা। একই সঙ্গে ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ১৭ হাজার টাকা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, 'বিধিনিষেধের অষ্টম দিনে সকাল থেকে ডিএমপির ৮টি বিভাগে রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৩৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।' যথাযথ কারণ ছাড়া যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ১৭ হাজার টাকা।

তিনি আরও বলেন, 'দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে বৃষ্টি উপেক্ষা করে অষ্টম দিনেও রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় এবং প্রতিষ্ঠান খোলা রাখায় ১০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬৭ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়।'



আপনার মূল্যবান মতামত দিন: