সংবাদ উপস্থাপিকার পর এবার মোটরসাইকেলের বাণিজ্যিক বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে সমাজের বেঁধে দেওয়া নিয়ম ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারী হিসেবে সুপরিচিত মডেল, শিল্পী ও সমাজকর্মী তাসনুভা আনান শিশির।
এবার আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার হয়ে দেশের মূলধারার বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহার মোটরসাইকেলের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছে এসিআই মোটর্স।
রেটরো পিকচার্সের ব্যানারে পরিচালক সজল আহমেদের নির্মিত এই বিজ্ঞাপনচিত্র ইতোমধ্যেই সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিজ্ঞাপন চিত্রে তাসনুভা এবং অভিনেতা নিলয় কর্মজীবী ভাই-বোনের মধুর সম্পর্কের এক দারুণ গল্প ফুটিয়ে তুলেছে।
বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তাসনুভা আনান শিশির জানান, আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের হয়ে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বিজ্ঞাপনচিত্রে এটি তার দ্বিতীয় কাজ বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ইয়ামাহার মতো আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের জন্য কাজ করার ব্যাপারে প্রথমে কিছুটা মানসিক চাপের মধ্যে ছিলাম। কিন্তু সকলের অভূতপূর্ব সাহায্য ও সমর্থনের কারণে খুব দারুণভাবে শ্যুটিং সম্পন্ন হয়।
বাংলাদেশের প্রথম রূপান্তরিত নারী হিসেবে এ বছর বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির বার্তা বিভাগে যোগদান করেন শিশির। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বৈশাখী টিভি এই পদক্ষেপ গ্রহণ করে।
বহু গুণের অধিকারী শিশির বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে গণস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে পড়ছেন। এছাড়া ২০০৭ সাল থেকেই নাট্যদল বটতলার সাথে মঞ্চনাটক নিয়ে কাজ করছেন।
সম্প্রতি নির্মাতা অনন্য মামুনের সিনেমা ‘কসাইয়’-এ গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শিশির। আগামীতে নির্মাতা সৈয়দ শাহরিয়ারের চলচ্চিত্র ‘গোল’-এ একজন ফুটবল কোচের চরিতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
পেশাদার কর্মজীবনে শিশির বিভিন্ন সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: