শহীদ বুদ্ধিজীবীর সংজ্ঞা চূড়ান্ত

মাহিয়া লোবা | ২২ মার্চ ২০২১, ০৮:৫৯

ছবিঃ সংগৃহীত

১০ ফেব্রুয়ারী ২০২১ মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীর সংজ্ঞা চূড়ান্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।সংজ্ঞায় বলা হয়েছে, "২৫ মার্চ ১৯৭১ থেকে ৩১ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক,দার্শনিক, বিজ্ঞানী,চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী,চিকিৎসক, প্রকৌশলী,স্থপতি, ভাস্কর,সরকারি ও বেসরকারি কর্মচারী,রাজনীতিক, সমাজসেবী,সংস্কৃতিসেবী,চলচ্চিত্র, নাটক ও সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এর ফলে দখলদার পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা ওই সময়ে চিরতরে নিখোঁজ হয়েছেন, তাঁরা শহীদ বুদ্ধিজীবী। "

উল্লেখ্য, নতুন সংজ্ঞানুযায়ী, বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করতে ২২ ফেব্রুয়ারী ২০২১ থেকে কাজ শুরু করে বুদ্ধিজীবী তালিকা প্রণয়ন কমিটি।



আপনার মূল্যবান মতামত দিন: