চলমান কঠোর বিধিনিষেধের আজ দ্বিতীয় দিন। প্রথমদিন থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। তবে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে সকাল নয়টায় দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে জরুরি পণ্য সেবা গাড়ির সঙ্গে আজও ফেরিতে পার করা হচ্ছে যাত্রীসহ সব ধরণের গাড়ি।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আসা সব ফেরিতেই যাত্রী ও যাত্রী বহনকারী গাড়ি পার হচ্ছে। শুধু বাস চলাচল বন্ধ আছে।
বৃষ্টির মধ্যে কেউ হেঁটে, কেউ মাথায় পলিথিন মুড়ে রিকশায় করে দৌলতদিয়া ঘাটে আসছেন। আবার অনেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা বা মাহেন্দ্র রিজার্ভ করে ঘাটে যাচ্ছেন। নির্বিঘ্নে তারা ফেরিতে উঠছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, জরুরি পণ্য সেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তবে সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না।
আপনার মূল্যবান মতামত দিন: