জনসন টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে একটি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশে ৬০ লাখ জনসন টিকা আসবে। তবে এই টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পাবেন। এই টিকা শুধুমাত্র এক ডোজ দিলেই হয়।
তিনি বলেন, প্রবাসীরা যেন জনসন টিকায় অগ্রাধিকার পান, সেজন্য স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রীকেও আমি অনুরোধ করবো।
আপনার মূল্যবান মতামত দিন: