'ঈদের পর কঠোর লকডাউনে কাউকে ছাড় দেয়া হবে না'

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২১, ২০:২০

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন-ফাইল ছবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান লকডাউন শিথিল করা হয়েছে। কিন্তু ঈদের পর আসছে কঠোর লকডাউন। ওই সময় কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৭ জুলাই) বিজিবি-৬-এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন দেওয়া হবে। এ সময় সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস ও শিল্পকারখানা বন্ধ থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন: