লকডাউন শিথিল, যানবাহন চলাচল শুরু

সময় ট্রিবিউন | ১৫ জুলাই ২০২১, ১৭:৩৩

ছবিঃ সংগৃহীত

লকডাউন শিথিল হলেও মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিধিনিষেধ শিথিল থাকাকালে পর্যটন, বিনোদন কেন্দ্রে গমন এবং জনসমাগম হয় এমন রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।

বুধবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্দেশনায় জানিয়েছে, গণপরিবহনে আসনের অর্ধেকের বেশি যাত্রী তোলা যাবে না। নির্দিষ্ট স্থানে সারিবদ্ধভাবে যাত্রী ওঠানামা করতে হবে। বাসে চালক, যাত্রীসহ সবাইকে মাস্ক পরতে হবে। যাত্রার আগে ও পরে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে। ৬০ শতাংশের বেশি বাড়তি ভাড়া নেওয়া যাবে না।

বুধবার রাজধানীর গাবতলী ও মহাখালী টার্মিনালে দেখা গেছে, ২৩ দিন বন্ধ থাকার পর দূরপাল্লার বাস চালুর প্রস্তুতি চলছে। গাড়ি ধোয়ামোছা ও মেরামতের কাজ চলছে। শপিংমল, মার্কেট খুলতে একই প্রস্তুতির চিত্র ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: