পদ্মা সেতুর রোডওয়েতে পিচ ঢালাই কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) থেকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন।
তিনি বলেন, সেতুর জাজিরা প্রান্তে ৪১ নম্বর স্প্যানে রোডওয়েতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। চার ইঞ্চি পুরু করে পিচের ঢালাই বসানো হচ্ছে। জাজিরা প্রান্ত থেকে শুরু করে মাওয়া প্রান্তের দিকে কাজ এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬০ মিটার পিচ ঢালাই হয়েছে। আশা করি, আগামী মার্চ মাসের মধ্যে পুরো সেতুর পিচ ঢালাইয়ের কাজ শেষ হবে।
তিনি আরও বলেন, প্যারাপেট ওয়ালের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব কাজ শেষ হলে সড়কবাতির কাজ শুরু হবে।
জানা গেছে, গত ৩০ জুন পর্যন্ত পদ্মা সেতুর অগ্রগতি ৯৪ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৭ ভাগ।
সেতুর অবশিষ্ট কাজের মধ্যে রয়েছে রোডওয়ে স্ল্যাব, প্যারাপেট ওয়াল, স্ট্রিট লাইটিং ইত্যাদি। প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি আগামী বছরের জুনে চালু হওয়ার কথা রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: