
সরকার অনুমতি দিলে বাংলাদেশে চীন টিকা উৎপাদন শুরু করার জন্য প্রস্তুত বলে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান বলেছেন, বাংলাদেশে টিকার যৌথ উৎপাদনের জন্য চীন প্রস্তুত।
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালমনাই আয়োজিত ওয়েবিনারে সোমবার (১২ জুলাই) তিনি একথা বলেন।
চীনা কম্যুনিস্ট পার্টির শত বছরপূর্তিতে আয়োজিত এক ওয়েবিনারে ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বলেন, চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে চীন থেকে আরো ৫০ লাখ টিকা আসবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী আমরা টিকা দিতে পারব।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: