দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
রোববার (১১ জুলাই) সন্ধ্যায় ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা যায়।
ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমাদের এখানে চাঁদ দেখা গেছে। আমি এখানকার চাঁদ দেখা কমিটির মিটিংয়ে আছি। আমরা এখন ঢাকায় জাতীয় কমিটির কাছে চাঁদ দেখার তথ্য জানিয়ে দেব।’
তবে এবার সৌদি আরবের আকাশে এবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামী রোববার (১১ জুলাই) এ মাস শুরু হবে। দেশটিতে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: