আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সপ্তাহে চারদিন

সময় ট্রিবিউন | ৮ জুলাই ২০২১, ০০:২৩

ছবি : ইন্টারনেট

গ্রাহকদের জরুরি আর্থিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে।

বুধবার (৭ জুলাই) সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে আগামীকাল ৮ জুলাই (বৃহস্প‌তিবার) থেকে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান। এছাড়া বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবারও বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান। এ হিসাবে সপ্তাহে চারদিন খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান।

 


আপনার মূল্যবান মতামত দিন: