দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ১৭:৫১

প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে কেপে উঠেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা এখনও জানা যায়নি।

বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দেশটির উত্তরবঙ্গ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। বুধবার সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ অসম ও মেঘালয়ে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। কোচবিহারে, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন বাসিন্দারা।



আপনার মূল্যবান মতামত দিন: