শক্তিশালী পাসপোর্টের তালিকায় ছয় ধাপ পেছালো বাংলাদেশ

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ০১:৪০

ফাইল ছবি

বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের পাসপোর্ট ১০০তম অবস্থান থেকে ৬ ধাপ পিছিয়ে ১০৬তম অবস্থানে এসেছে। এখন ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া ৪১ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছরে চার বার বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে সূচক তৈরি করে। সেই সূচক অনুযায়ী দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গী লেবানন ও সুদান।

চলতি বছরের জানুয়ারিতে হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্ট অবস্থান ১০১ ছিল। যা এপ্রিলে এক ধাপ উন্নতি হয়ে ১০০ অবস্থানে এসেছিল। চলতি মাসে ৬ ধাপ পিছিয়ে ১০৬তম অবস্থানে এসেছে।

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি হিসেবে জাপান তৃতীয়বারের মতো নিজেদের অবস্থান ধরে রেখেছে। জাপানের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই ১৯৩টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করা যায়। দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর।



আপনার মূল্যবান মতামত দিন: