রোটার‍্যাক্ট ক্লাব অব মতিঝিল' এর নতুন কমিটি গঠন

সময় ট্রিবিউন | ৩ জুলাই ২০২১, ০০:০৭

ছবি : সময় ট্রিবিউন

রোটার‍্যাক্ট ক্লাব অব মতিঝিলের ২০২১- ২০২২ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মামুনুর রশিদ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান হোসাইন।

শুক্রবার (২ জুলাই) ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে নতুন বছরের প্রেসিডেন্ট, সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, 'রোটার‍্যাক্ট ক্লাব অব মতিঝিল', 'রোটারী ক্লাব অব মতিঝিল' এর অভিভাবকত্বে পরিচালিত একটি সামাজিক সংগঠন। রোটার‌্যাক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত এবং রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে ।

গত ১৩ই মার্চ ২০২১ বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে রোটার‌্যাক্ট আন্দোলন পার করেছে তার গৌরবময় ৫৩ বছর । ১৮ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীরা এই সংগঠন এর সাথে যুক্ত হয়ে কাজ করছে। বর্তমানে সারাবিশ্বে প্রায় ১১হাজার রোটার‍্যাক্ট ক্লাব এবং প্রায় ২.৫ লাখ রোটার‍্যাক্টর রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: