গণপরিবহণ বন্ধে ভোগান্তিতে পোশাক শ্রমিকরা

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ২০:৩৯

ফাইল ছবি

সরকারঘোষিত দেশব্যাপী কঠোর বিধিনিষেধের ২য় দিনেও গণপরিবহণের অভাবে সাভার-আশুলিয়ার অনেক শিল্প-কারখানার শ্রমিকদের ভোগান্তি নিয়ে কর্মস্থলে পৌঁছাতে হয়েছে।

আজ শুক্রবার (২রা জুলাই) সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে পায়ে হেঁটে কিংবা রিকশা-ভ্যানে করে বাড়তি ভাড়ায় শ্রমিকদের কর্মস্থলে পৌঁছাতে দেখা গেছে।

এসময় শ্রমিকবাহী বেশ কিছু বাস দেখা গেলেও মহাসড়কগুলো ছিল পণ্যবাহী গাড়ি ও রিক্সা-ভ্যানের দখলে। পোশাক শ্রমিকদের জন্য কারখানা কর্তৃপক্ষের পরিবহণের ব্যবস্থা করার কথা থাকলেও অনেক কারখানাই তা মানেনি। আর কারখানায় স্বাস্থবিধি মানা হলেও সড়কে চলাচলে শ্রমিকদের মাঝে সচেতনতার অভাব দেখা গেছে। এদিকে নির্দেশনা মানাতে সাভারের সড়ক-মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: