রোগী বাড়ছে, তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৮ জুন ২০২১, ০০:১৮

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমের ব্যবসা করতে দিতে হয়েছে, গাড়ি চালাতে দিতে হয়েছে। বিদেশ থেকে যারা আসছে তাদের ভ্যাকসিনেট করতে হচ্ছে, তাদেরকে কোয়ারেন্টিন করতে হয়েছে। সব কাজই আমাদের একসঙ্গে করে যেতে হচ্ছে। আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমও বজায় রাখতে হচ্ছে। রোগী বাড়ছে, তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। আমাদের কাজের কোনই কমতি নেই।’

রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার সঙ্গে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে আগামী লকডাউন নিয়ে একথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘সোমবার থেকে আংশিক লকডাউন যেটা বলা হচ্ছে, বৃহস্পতিবার থেকে পূর্ণ লকডাউন। আমরা জানি আমাদের কোনো লকডাউন নেই। আমাদের দরজা তো বন্ধ হবেই না, জানালাও খুলে দিতে হবে। যেহেতু কিনা আমাদের রোগীর সংখ্যা বাড়ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ৫ থেকে ৬ হাজার বেড অলরেডি রোগীতে ভর্তি হয়ে গেছে। এখন আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘জনসংখ্যা অনেক বেশি ফলে যদি সংক্রমণ থেকে রক্ষা করতে হয়, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই দেশ সুরক্ষিত থাকবে। করোনাকে নিয়ন্ত্রণ করতে না পারলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিদেশে যারা যায় সেই জায়গাটা ব্যাহত হবে। অন্যদেশ আমাদের ভিসা দিতে চাইবে না।’



আপনার মূল্যবান মতামত দিন: