বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ থেকে সপ্তাহব্যাপী দেশজুড়ে সাত দিনের লকডাউন শুরু হয়েছে। তবে এই লকডাউন পরবর্তীতে বাড়ানো হবে কি না সেটি জানা যাবে আগামী বৃহস্পতিবার।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার পর্যালোচনা করা হবে। দেখা যাক অবস্থা কী হয়।
মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে উদ্ধৃতি করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড–১৯ টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে।
দ্বিতীয় ডোজ নিয়ে সমস্যা হবে কি না– এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে তাঁর, সমস্যা হবে না। টিকা যা আছে , তা দিতে দিতেই আরও টিকা চলে আসবে।
আপনার মূল্যবান মতামত দিন: