মহেশখালীতে অস্ত্র ও কার্তুজ সহ সন্ত্রাসী মোঃ রিদোয়ান প্রকাশ ওরফে কালো রিদোয়ানকে গ্রেফতার করেছেন মহেশখালী থানা পুলিশ।
কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল মোঃ জাহিদুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ২২ জুন (বুধবার) সকাল ১১ টায় মহেশখালীর চালিয়াতলী থেকে সন্ত্রাসী রিদোয়ান প্রকাশ ওরফে কালো রিদোয়ানকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রিদোয়ান মহেশখালীর কালারমারছড়া উত্তর ঝাপুয়া পাহাড়তলী এলাকার আজিজুল হক প্রকাশ জুলুইক্যার ছেলে বলে জানা গেছে। গ্রেফতারের পর সন্ত্রাসী রিদোয়ানকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যমতে, শাপলাপুরের উত্তর ষাইটমারা ও কালারমারছড়া উত্তর ঝাপুয়া পাহাড়ের গভীরে অভিযান চালিয়ে ২ টি দেশীয় (এলজি) আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেন।
এব্যাপারে ২২ জুন রাত্রে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল মোঃ জাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।
প্রেস ব্রিফিং এ তারা বলেন, গ্রেফতারকৃত সন্ত্রাসী রিদোয়ান প্রকাশ ওরফে কালো রিদোয়ান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে মহেশখালী ও বিভিন্ন স্থানে ডাকাতি সহ অপরাধমুলক কাজ সংগঠিত করে আসছে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, তার বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: