বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারের পর আজ থেকে সীমানা পিলার বসানোর কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বুধবার (২২ জুন) দুপুরে আদি বুড়িগঙ্গা খালের কালুনগর স্লুইস গেট এলাকা পরিদর্শন শেষে কামরাঙ্গীরচরের বেটারি ঘাট এলাকায় উচ্ছেদ করা সরকারি জায়গায় সীমানা পিলার লাগানো শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
সকালে বুড়িগঙ্গার আদি চ্যানেলে দখলমুক্ত হওয়া জায়গায় প্রতি ৫০ মিটার অন্তর মোট দশটি সীমানা পিলার স্থাপন করা হয়। এর মাধ্যমে সর্বমোট ৪৫০ মিটার সীমানা পিলার স্থাপন করে দক্ষিণ সিটি করপোরেশন।
বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল মুক্ত করে সেখানে জলপ্রবাহ ফিরিয়ে আনা এবং নান্দনিক পরিবেশ সৃষ্টির যে উদ্যোগ করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গ্রহণ করেছেন, তারই অংশ হিসেবে আজকের এই সীমানা পিলার স্থাপন করা হয়েছে বলে জানান ঢাদসিক সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান।
সীমানা পিলার স্থাপনকালে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, সহকারী কমিশনার (ভূমি) লালবাগ সার্কেল লায়লা আঞ্জুমান, বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: