
বিভিন্ন সময় আলোচনায় আসা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত।
রোববার (২০ জুন) রাতে তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্যার (মাহবুব তালুকদার) গতকাল শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিলো। এখন কেবিনে আনা হয়েছে। এরপর স্যারের করোনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।’
এনাম আরও বলেন, ‘স্যারের আরও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি আপাতত ভালো আছেন। এখনও কোনো জটিল শারীরিক সমস্যা দেখা দেয়নি।’
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: