অস্ট্রেলিয়া থেকে একাই বাংলাদেশে চলে এলো অজগর

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২১, ২৩:৫২

কাঁচামালের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চলে আসা অজগর সাপ-ছবি সংগৃহীত

সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চলে এসেছে একটি অজগর সাপ। অবিশ্বাস্য হলেও সত্য সাপটি গতকাল শনিবার আনোয়ার ইস্পাত লিমিটেডের কাঁচামালের সঙ্গে চলে আসে। পরে কারখানা কর্তৃপক্ষ দেখতে পেলে বন অধিদফতরে খবরটি জানায় তারা।

রবিবার (২০ জুন) সাপটি উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছেন বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা।

জানতে চাইলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ইস্পাত কারখানা কর্তৃপক্ষ গতকাল মোবাইল ফোনে আমাদের জানিয়েছে তাদের কাঁচামালের সঙ্গে একটি বড় সাপ চলে এসেছে। পরে তাদের ভিডিও পাঠাতে বলেছিলাম। সেটি দেখে নিশ্চিত হয়েছি, এটি অস্ট্রেলিয়ান অজগর সাপ।

অস্ট্রেলিয়া থেকে অজগর কীভাবে এলো, কাস্টমসেও ধরা পড়লো না কেন? জানতে চাইলে এই বন কর্মকর্তা বলেন, বিষয়টি আমিও বুঝতে পারছি না। এখনও বিস্তারিত জানি না। আমরা টঙ্গীতে আনোয়ার ইস্পাতের কারখানায় যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারবো।



আপনার মূল্যবান মতামত দিন: