প্রতি উপজেলায় মডেল মন্দির নির্মাণের দাবি হিন্দু মহাজোটের

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২১, ০৫:০০

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিভিন্ন দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট- ছবি সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলায় মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এছাড়া ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে হিন্দু সম্প্রদায়ের জন্য বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের কাছে আহবান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে হামলা, গুম, খুন, নির্যাতন, লুটপাট. অগ্নি সংযোগ, প্রতিমা ভঙচুর, জমি দখল করা হচ্ছে এর বিচার চাই। পাশাপাশি রথযাত্রায় একদিনের সরকারি ছুটি বাড়ানোর দাবি জানাচ্ছি।

এগুলো বাস্তবায়ন না করলে আন্দোলনের হুশিয়ারিও দেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক।



আপনার মূল্যবান মতামত দিন: