পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ১২ বস্তা টাকা ও স্বর্ণালঙ্কার

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২১, ০২:৪৩

ছবি : ইন্টারনেট

করোনাকালেও থেমে নেই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে মানুষের দান-সদকা। এবার ঐতিহাসিক মসজিদটির আটটি দানবাক্স খোলা হয়েছে। এতে পাওয়া গেছে ১২ বস্তা টাকা। টাকা ছাড়াও দান হিসেবে পাওয়া গেছে রুপা ও স্বর্ণালঙ্কার ।

শনিবার (১৯ জুন) পৌনে নয়টার দিকে জেলা প্রশাস‌নের ঊর্ধ্বতন কর্মকর্তা, মস‌জিদ কমি‌টিসহ ব্যাপক নিরাপত্তাব্যবস্থার ম‌ধ্যে দানবাক্সের সিন্দুক খোলা হয়।এ

খন বস্তাগু‌লো মস‌জি‌দের দ্বিতীয়তলার মে‌ঝে‌তে ঢে‌লে গণনা চল‌ছে। পাগলা মস‌জিদ ইসলামী কম‌প্লে‌ক্সের দেড় শতা‌ধিক শিক্ষার্থীসহ রূপালী ব্যাংকের কর্মকর্তারা টাকাগুলো গণনা কর‌ছেন।

এর আগে গত ২৩ জানুয়ারি সর্বশেষ সিন্দুক খোলা হয়েছিল। তখন সর্বোচ্চ দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল।সা

ধারণত তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স সিন্দুক খোলা হয়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দান সিন্দুক খোলার সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে। এবার ৪ মাস ২৬ দিন পর দান সিন্দুক খোলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: