রাজধানীর কামরাঙ্গীরচরে বস্ত্র ব্যবসায়ীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কামরাঙ্গীরচর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি।
শনিবার দুপুরে কামরাঙ্গীরচর রনি মার্কেটের পাশে চান মসজিদ সংলগ্ন মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন কামরাঙ্গীরচর ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের সাধারন বস্ত্র ব্যবসায়ীরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন তারা, যুগ্ম সম্পাদক এইচ এম জাকির হোসেন, রসুলপুর দ্কোন;তালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাদল, ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন উপস্থিত ছিলেন।
![]()
মানববন্ধনে বক্তারা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারকৃত আসামী মাসুদ মিন্টুসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মূল্যবান মতামত দিন: