শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হলো আবু ত্ব-হা আদনানকে

সময় ট্রিবিউন | ১৮ জুন ২০২১, ২৩:২৬

রংপুর শহরের বাবু খাঁ এলাকার একটি বাসা থেকে কোতোয়ালি থানায় নেওয়া হয় আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে- ছবি: সংগৃহীত

নিখোঁজের ৮ দিন পর ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের খোঁজ পাওয়া গেছে। শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়া এলাকায় আবু ত্ব–হার শ্বশুরবাড়ি থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে প্রথমে রংপুরের কোতোয়ালি থানায় নেয়া হয়। পরে কোতোয়ালি থানা থেকে মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, বেলা পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়া এলাকায় আবু ত্ব–হার শ্বশুরবাড়ি থেকে তাঁকে থানায় নেওয়া হয়। এ সময় ত্ব–হার মা–ও তাঁর সঙ্গে ছিলেন।

আদনানের মা আজেরা বেগম বলেছেন, তিনি ছেলের সন্ধান পেয়েছেন।

এর আগে ১০ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু ত্ব–হা আদনান। তাঁর খোঁজ না পেয়ে তাঁর মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ৮ দিন পর পাওয়া গেল ত্ব–হাকে।



আপনার মূল্যবান মতামত দিন: