২৬ মার্চকে 'বাংলাদেশ দিবস' ঘোষণা

সময় ট্রিবিউন | ৪ এপ্রিল ২০২১, ১৯:৪১

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার-ফাইল ছবি

২০২১ সালের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার।

রোববার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন মুরিয়েল বাউসার।

মেয়র মুরিয়েল বাউসার স্বাক্ষরিত এক ঘোষণায় বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রস্ফুটিত হচ্ছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ রূপান্তরিত হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: