লকডাউনের সময় পুলিশ আরও কঠোর হবে: ডিএমপি কমিশনার

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২১, ২৩:৫৮

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।-ফাইল ছবি

সোমবার থেকে দেশব্যাপী লকডাউন কার্যকর হওয়ার সাথে সাথে পুলিশ আরও কঠোর হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

করোনাভাইরাস (কোভিড -১৯) ছড়িয়ে পড়া রোধে সরকারের নতুন করে লকডাউন ঘোষণা আসার পর গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, 'গত বছর লকডাউনের সময় মানুষজন বিভিন্ন অজুহাত দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে আমরা এবার আরও কঠোর হব।‘

ডিএমপি কমিশনার আরও বলেন, 'কাউকেই লকডাউন এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অনুমতি দেওয়া হবে না।'

তিনি বলেন, ‘গত বছরের লকডাউন পর্যালোচনা ও অভিজ্ঞতা বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা করার জন্য আগামীকাল রবিবার পুলিশ এই বিষয়ে একটি সভা করবে।‘

এর আগে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন থাকবে বলে আজ শনিবার সাংবাদিকদের বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও ২৯ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।



আপনার মূল্যবান মতামত দিন: