সুন্দরবনের সব পর্যটনকেন্দ্র ও বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২১, ০৬:০১

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সুন্দরবনে সব পর্যটনকেন্দ্র এবং গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব বন্ধ থাকবে বলে জানা গেছে।

জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসক দেয়া এক বিজ্ঞপ্তি বলা হয়, সুন্দরবনসহ জেলার সব পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবর রহমানও বন্ধের এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে করোনার কারণে গত বছরের মে মাসে সুন্দরবনসহ সাতক্ষীরা জেলার পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: